বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সরকারবিরোধী জ্বালাময়ী বক্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে থানা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় লক্ষ্মীপুরসহ দেশব্যাপী বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ এবং বিএনপির সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সদর থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশের নেতৃত্বে শহরের এন আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেহমুনী গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, যুবলীগ নেতা সৈয়দ নুরুল আমিন বাবর, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রুপম হাওলাদার, রেজাউল করিম জেনি, ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘লক্ষ্মীপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। বিএনপি ক্ষমতায় আসার জন্য এখন পাগল হয়ে গেছে। শান্ত লক্ষ্মীপুরকে এ্যানি চৌধুরী উসকানিমূলক বক্তব্য দিয়ে অশান্ত করার অপচেষ্টা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। লক্ষ্মীপুর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথকে নিরাপদ রাখার জন্য সবসময় ঐক্যবদ্ধ।’
উল্লেখ্য, শনিবার (১৪ মে) বিকেলে জেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করে জ্বালাময়ী বক্তব্য দেন। এ সময় লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নবগঠিত থানা ও পৌর কমিটি এবং সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন বলে দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের।