সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
ঈদের ছুটিতে ভ্রমণপিপাসুদের ঢল নামে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে। পাহাড় আর মেঘের অপার সৌন্দর্য উপভোগে ছুটে যান দর্শনার্থীরা।
পাহাড় আর মেঘের অপরূপ মিতালি রাঙামাটির ছাদ সাজেক ভ্যালি। নয়নাভিরাম এমন দৃশ্য ভ্রমণপ্রিয়দের মুগ্ধ করে। ঈদের ছুটিতে অবকাশ যাপনে পর্যটকরা এখানে ছুটে এসেছেন।
ঘুরতে আসা পর্যটকরা বলেন, যেদিকেই তাকাই শুধু পাহাড়, সবুজ ও অরণ্য। শুধু ছোট-বড় সবরকম পাহাড় আর পাহাড়। এ ছাড়া ছোট ছোট ঝুম ঘরগুলো মুগ্ধ হয়ে দেখার মতো।
এ সময় সাজেকের প্রতিটি কটেজ, হোটেল ও রিসোর্টগুলো কানায় কানায় পূর্ণ থাকে। তাই পর্যটকদের চাপ সামলাতে হোটেল মালিকদের বেগ পেতে হচ্ছে। তারা বলেন, অনেক পর্যটক আসছেন। আমরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়া চেষ্টা করছি।
সমতল ভূমি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত সাজেকে রয়েছে লুসাই, পাংখোয়া, চাকমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস।