মাঝরাত থেকে বড়সড় সমস্যার মুখে পড়েন ইউটিউব ব্যবহারকারীরা। এসময় প্রায় ১০ হাজার ইউটিউব ব্যবহারকারী ভিডিও স্ট্রিমিংয়ের সময় সমস্যায় পড়েন। একাধিক ইরর (Eror) তাদের কম্পিউটার এবং মোবাইল অ্যাপ স্ক্রিনে ফুটে ওঠে।
সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তা হলো লগইন সমস্যা। প্রচুর ব্যবহারকারী নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারেননি। এছাড়াও অ্যাকাউন্ট সুইচের সময়েও সমস্যা তৈরি হয়েছিল। এখানেই শেষ নয়, ইউটিউব টিভির ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছিল বলে অনেক ব্যবহারকারী রিপোর্ট করেছেন।
ইউটিউবের পক্ষ থেকে করা এক টুইট বার্তায় জানানো হয়, ইউটিউব সার্ভিসের বেশ কিছু ফিচার ব্যবহার করতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে পুরো বিশ্ব থেকে অনেক রিপোর্ট জমা পড়েছে তাদের কাছে। পুরো বিষয়টি তারা জানেন এবং অতিদ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
এর কিছুক্ষণ পরে আরও একটি টুইট করে বলা হয়, সব সমস্যার সমাধান করা হয়েছে। এবার থেকে লগইন, সুইচ অ্যাকাউন্টসহ সব ফিচার ব্যবহার করতে পারবেন। ধৈর্য্য রাখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
যদিও ঠিক কী কারণে সমস্যা হয়েছিল তা জানানো হয়নি। শুধু ইউটিউবই নয়, কয়েক মাস আগে মেটার হোয়াটসঅ্যাপ পরিষেবায় দেখা দিয়েছিল সমস্যা। এর আগে ফেসবুকের দফায় দফায় বিভ্রাটে লোকসান গুনতে হয়েছিল বেশ ভালো অঙ্কের।
সূত্র: রয়টার্স