সোমবার, ১২ মে ২০২৫
গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটি।
গত সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে ১১ দশমিক ২৬ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৭৬ টাকা ৪০ পয়সা।
দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে খুব একটা আগ্রহী হননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকা।
শেয়ারের এই দাম কামার পিছনে কোম্পানিটির ২০২১ সালের সমাপ্ত বছরের ঘোষণা করা লভ্যাংশের প্রভাব রয়েছে। ২০২১ সালের জন্য প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২২ মার্চ। রেকর্ড ডেটের পর কোম্পানিটির শেয়ারের দাম কমে গেছে।
ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল আইএফআইসি ব্যাংক। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। ৯ দশমিক ১১ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে বিডিকম অনলাইন।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এনভয় টেক্সটাইলের ৯ দশমিক শূন্য ২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক শূন্য ৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৮৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৭ দশমিক ২১ শতংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ১১ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ৭ দশমিক শূন্য ৩ শতাংশ দাম কমেছে।