বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
বেসরকারি খাত চাঙা করতে আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৪২ হাজার কোটি টাকা। হালকা প্রকৌশল, অর্থনৈতিক অঞ্চল, আর্থিক ও পুঁজিবাজার এবং প্রবৃদ্ধি-সক্ষম টেকসই অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করবে সংস্থাটি। বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে আরও বিনিয়োগ করবে সংস্থাটি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় সাড়ে ৩১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি। এই প্রতিশ্রুতির আওতায় বিনিয়োগ করবে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) আইএফসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ অ্যাং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।
বিস্তারিত আসছে…