সোমবার, ৫ মে ২০২৫

প্রথম ঘণ্টায় সূচকের বড় পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমেছে। আর লেনদেন হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের পাঁচ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছয় পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের প্রথম ২০ মিনিট সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে প্রথম ২০ মিনিটের লেনদেন শেষ হওয়ার পর পরই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। লেনদেনের সময় যত গড়াতে থাকে পতনের মাত্রাও তত বাড়তে থাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৫২ পয়েন্টে কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ১৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক নয় পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩০০টির। আর ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৫৩ কোটি চার লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে পাঁচ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৬৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১