শুক্রবার, ২ মে ২০২৫

পায়রা সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

পায়রা সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩ ।
সদ্য চালু করা পটুয়াখালীর লেবুখালী-পায়রা সেতুতে উল্টো পথে চলা মোটরসাইকেলের সঙ্গে অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার (১ নভেম্বর) বিকেলে পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে। এতে রাইয়ান (১৪) নামে এক কিশোর নিহত এবং আরও তিনজন আহত হয়।

রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহ‌ারিয়া‌রের ছে‌লে এবং বেপারী বা‌ড়ির বা‌সিন্দা।

রাইয়ানকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানান মেডিকেল অফিসার ডা. নুরুন্নাহার। পরে বরিশাল থেকে ঢাকায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এছাড়াও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে বিশ্রামে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থ‌লে থাকা এসআই বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ‌্যার দিকে এই দুর্ঘটনা ঘ‌টে। সেতুর লেবুখালী প্রা‌ন্তের টো‌ল প‌য়ে‌ন্টের একটু উত্তর পা‌শে দু‌টি মোটরসাই‌কেল মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয়। চার‌ লে‌নের পায়রা সেতুর মা‌ঝে বিভাজন থাক‌লেও এক‌টি মোটরসাই‌কেল রং সাইড দি‌য়ে অতিক্রম কর‌ছি‌ল।

দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে এখনও জানতে পারিনি তবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

সম্প্রতি পায়রা সেতুর পূর্ব পাশের লেনে উল্টো পথে মোটরসাইকেল ও অটো চলাচল নিয়ে কিছু দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছিল স্থানীয়রা। উদ্বোধনের কয়েকদিন যেতে না যেতেই এই ‍দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

তবে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলাল উদ্দিন।

গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা লেবুখালী সেতুটি উদ্বোধন করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১