বৃহস্পতিবার, ১ মে ২০২৫

মায়ের সামনে বাসের ধাক্কায় প্রাণ গেলো ছেলের

মায়ের সামনে বাসের ধাক্কায় প্রাণ গেলো ছেলের ।
হবিগঞ্জের বাহুবলে বাসের ধাক্কায় সোয়েব মিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়েব উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে ও স্থানীয় একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মায়ের সঙ্গে দ্বিগাম্বর বাজারের রাস্তা পার হচ্ছিল ছেলে সোয়েব। এ সময় সিলেটগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির জাগো নিউজকে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। কিন্তু এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১