শুক্রবার, ২ মে ২০২৫

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধূর মৃত্যু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধূর মৃত্যু ।
শেরপুরের নালিতাবাড়ীতে মুরগি খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা খাতুন (৫০) ও প্রতিবেশী আন্তাজ আলীর স্ত্রী নুরুন্নাহার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিজের পালিত মুরগি খুঁজতে প্রতিবেশীর বাড়িতে যান সখিনা খাতুন। বৃষ্টির পানি থাকায় বাড়ির একটি ঘরের টিন ঘেঁষে যাওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। সখিনা খাতুনকে উদ্ধার করতে নুরুন্নাহার সেখানে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১