বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার একটি ড্রেন থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে থানার মাঝিরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাঝিরঘাট এলাকার একটি ড্রেন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। একটি লুঙ্গি পরিহিত ওই যুবকের মরদেহ উপুড় হয়ে পড়ে ছিল। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।