বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ। বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (শূন্য) পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী পরিচালক (পরিসংখ্যান) ও সহকারী পরিচালক (গবেষণা) পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে পদগুলোর জন্য ফি ছাড়াই আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
পদের নাম: সহকারী পরিচালক (পরিসংখ্যান)
পদের সংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর টাকা ২২০০০-৫৩০৬০। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদিও পাবেন কেউ সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে চাকরি পেলে।
পদের নাম: সহকারী পরিচালক (গবেষণা)
পদের সংখ্যা: ১৯ (কমবেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫–এর টাকা ২২০০০-৫৩০৬০। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি মিলবে এ পদে চাকরি পেলে।
চাকরিতে আবেদনের বয়স:
গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে করোনায় প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেয়। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
এ লিঙ্কে ক্লিক করুন
https://erecruitment.bb.org.bd/career/sep062021_bb_58.pdf