বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
হত্যা মামলার আসামি ২৯ বছর পর গ্রেপ্তার । রংপুরে ইব্রাহিম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। দীর্ঘ ২৯ বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো।
গতকাল রোববার রাতে রাজধানী মিরপুর এলাকার পাইকপাড়া থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ১৯৯২ সালে রংপুরে ইব্রাহিম হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলার আসামি আবুল কালাম। বিচারে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে আবুল কালাম এত দিন পলাতক ছিলেন। দীর্ঘ ২৯ বছর পর তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব। আবুল কালামকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য আজ সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে করে জানানোর কথা।