শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫

ঢামেক হতে ৩০ দালাল আটক করেছে র্যাব

ঢামেকে র‌্যাবের অভিযানে ৩০ দালালের কারাদণ্ড
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অভিযান চালিয়ে দালাল চক্রের ৩০ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতালে আগত রোগীদেরকে নানা প্রলোভন দেখিয়ে নামসর্বস্ব হাসপাতালে নিয়ে যাওয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার দায়ে দালালদের সর্বনিম্ন এক থেকে তিনমাস মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্য়ন্ত এ অভিযান পরিচালিত হয়। অত্যন্ত গোপনীয়তা ও সতকর্তা অবলম্বন করে এ অভিযান পরিচালিত হয়।

পলাশ কুমার বসু গণমাধ্যম কর্মীদের বলেন, অভিযানকালে দালাল সন্দেহে ৪০ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নাম-পরিচয় ও পেশাসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে মোট ৩০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭