শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ আটক ১২ জন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ কাজীর দেউড়ির নাসিমন ভবনে নগর বিএনপির অফিসে সভা ছিল। মিছিলটি নগর বিএনপির ওই সভায় যোগ দিতে আসছিল। নাসিমন ভবনের কাছে মিছিলটি পৌঁছাতেই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ বেধে যায়। ১০ থেকে ১৫ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় নগর বিএনপির সভাটিও বন্ধ হয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা–কর্মীরা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন। সে জন্য তাঁদের বাধা দেওয়া হয়েছে। এরপর তাঁরা পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পুরোনো মামলার আসামি আছেন।

সংঘর্ষের পর পুলিশ বিএনপির কয়েকজন নেতা–কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ

সংঘর্ষের পর পুলিশ বিএনপির কয়েকজন নেতা–কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ  ছবি: সৌরভ দাশ

নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘পুলিশ হঠাৎ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। হামলায় দলের তিন নেতা–কর্মী আহত হয়েছে।’ মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, মিছিল থেকে পুলিশ ১২ জনকে ধরে নিয়ে গেছে।
এ ঘটনার পর নাসিমন ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০