শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ঝিনাইদহে পাটের দাম কমায়, হতাশ কৃষক

ঝিনাইদহে কমেছে পাটের দাম। সপ্তাহ ব্যবধানে জেলার হাট-বাজারগুলোতে মণপ্রতি দর কমেছে ২০০ থেকে ৫০০ টাকা। এতে হতাশ কৃষক।

জেলার অন্যতম কৃষি পণ্যের হাট শৈলকুপা। সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামসহ আশপাশের এলাকা থেকে পাট নিয়ে বাজারে আসেন কৃষকেরা। এ হাটে প্রতিমণ পাট প্রকারভেদে ২ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। যা গত সপ্তাহের থেকে ২০০ থেকে ৫০০ টাকা কম। হঠাৎ পাটের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষকেরা।


ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেশি থাকায় আর পাটকলগুলো না কেনায় নিম্নমুখী দাম। আগামী দিনগুলোতে বাজার পরিস্থিতি নিয়েও শঙ্কা তাদের।
এক কৃষক জানান, শুরুতে আমরা ভালো দাম পেয়েছি। হঠাৎ করে দাম কমে গেছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
আরেকজন জানান, ঋণ নিয়ে পাট আবাদ করেছি। একইসঙ্গে লেবারে অনেক টাকা খরচ হয়েছে। সে হিসেবে আমাদের খরচের টাকাই উঠছে না। ঝিনাইদহ শৈলকূপা বণিক সমিতি কোষাধ্যক্ষ অনুপ সাহা বলেন, মৌসুম হওয়ায় পাটের সরবরাহ বেশি। আর মিল কর্তৃপক্ষ পাট না কেনায় দাম কমেছে।

বণিক সমিতির দেওয়া তথ্যমতে, প্রতি মঙ্গল ও শনিবার এ হাটে ১০ থেকে ১১ হাজার মণ পাট কেনা-বেচা হয়। যা পাঠানো হয় ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন পাটকলে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০