শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

গাজীপুর সিটির ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা !

গাজীপুর সিটি করপোরেশনের সর্বোচ্চ বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে ২০২১-২২ অর্থ বছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র জাহাঙ্গীল আলম।
এ সময় মেয়র বলেন, ‘দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সব ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণসহ সবার সহযোগিতা চাইছি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। এ সময় সব ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
বাজেটে রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের  ৯৩ ভাগ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়াও মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।
আয়ের উৎস হিসেবে বৈদেশিক অর্থ সহায়তাপুষ্ট প্রকল্প, ডিপিপি, গৃহ ও ভূমি কর, সরকারি অনুদান ও রাজস্ব আদায়সহ বিভিন্ন খাত ধরা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০