শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আজিমপুরে স্টাফ কোয়ার্টারের পুকুরে ২ পথশিশুর মৃত্যু

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের পুকুরের পানিতে গোসল করতে নেমে লতা (১১) ও রাজিয়া (১০) নামে দুই পথশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় লতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথশিশু সুজন জানায়, লতা, রাজিয়াসহ বেশ কয়েকজন মিলে স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করতে নামে। এরপর সেখানে তারা দুজন পানিতে তলিয়ে যায়। শুনতে পেয়ে তারা নিজেরাই পানি থেকে উদ্ধার করে। এরপর লতাকে ঢাকা মেডিকেলে ও রাজিয়াকে আজিমপুর মেটারনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, আজিমপুর স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করতে নেমে দুই শিশু মারা গেছে বলে আমরা সংবাদ পেয়েছি। একজনের মহদেহ আজিমপুর মেটারনিটি হাসপাতাল আরেকজনকে ঢাকা মেডিকেলে রয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে মৃত লতার মা মুক্তা আক্তার জানান, তারা কামরাঙ্গীরচর ৬ নম্বর গলিতে থাকেন। দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার বড় লতা। তার বাবার নাম জয়নাল। পরিবারের সবাই আজিমপুর কবরস্থানে ভিক্ষাবৃত্তি করে। রাজিয়াও ভিক্ষাবৃত্তি করত।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে লতাকে চিকিৎসকরা মৃত ঘোষণার পর স্বজনরা লতার মরদেহটি হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তবে শিশুর মৃত্যুর ঘটনাটি পুলিশ কেইস হওয়ায় হাসপাতালের গেটে থাকা আনসার সদস্যরা তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হন মৃতের স্বজনরা। পরে হাসপাতাল ক্যাম্প পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০