শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

যৌন হয়রানির শিকার হয়েছিলেন শার্লিন চোপড়া!

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা করেছিলেন শার্লিন চোপড়া। জোর করে তাকে চুমু খেতে চেয়েছিলেন রাজ। অভিযোগে এমনটাই উল্লেখ করেছিলেন শার্লিন। এবার বলিউডের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন শার্লিন।

‘হাউজফুল’, ‘হে বেবি’ সিনেমার পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন শার্লিন। জানান, ২০০৫ সালের এপ্রিলে সাজিদের সঙ্গে দেখা করতে যান শার্লিন। সাজিদ তাকে ফোন করে যেতে বলেন। সাজিদ বলেছিলেন, তাকে নিয়ে সিনেমা বানাতে চান।

পরিচালকের ডাকে সাড়া দিতে তার বাড়িতে গিয়েছিলেন শার্লিন চোপড়া। তার কিছুদিন আগে বাবা হারিয়েছিলেন এ অভিনেত্রী। সে কথা জানিয়েছিলেন পরিচালককে। কথার ফাঁকে হঠাৎ নিজের গোপনাঙ্গ বের করেন সাজিদ। শার্লিনকে তা স্পর্শ করতে বলেন। এ আচরণে বেশ অবাক হয়ে যান বি গ্রেডের এ নায়িকা।

বাবা হারানোর শোক তখনো শার্লিনের ভেতর ছিল। তাই সাজিদকে জানিয়ে দেন, এ ধরনের কিছু করার মতো মানসিকতা এখন তার নেই। তবুও থামেননি সাজিদ। নিজের গোপনাঙ্গ স্পর্শ করতে জোর করেন শার্লিনকে। এক পর্যায়ে তার বাসা থেকে বেরিয়ে যান শার্লিন। এ ঘটনার প্রায় ১৬ বছর পর মুখ খুলেছেন শার্লিন চোপড়া।

শুধু শার্লিন চোপড়াই নয়, সাজিদ খানকে নিয়ে যৌন হেনস্তার অভিযোগ করেছেন একাধিক নায়িকা। জিয়া খানকেও যৌন হয়রানি করেছিলেন সাজিদ। তার মৃত্যুর সাত বছর পর এমন অভিযোগ করেছিলেন জিয়া খানের বড় বোন কারিশমা। এছাড়া রেচেল ওয়াইট, সালোনি চোপড়াও একই অভিযোগ করেছিলেন সাজিদের বিরুদ্ধে।

এদিকে রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর সমন পাঠানো হয়েছিল শার্লিন চোপড়াকে। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজির হতে বলা হয়েছিল তাকে। পর্নোগ্রাফি মামলায় শার্লিনের বক্তব্য রেকর্ড করে পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে হাজির হয়েছিলেন শার্লিন। পরে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিন নিয়েছেন শার্লিন চোপড়া।

এক সাক্ষাৎকারে শার্লিন দাবি করেছিলেন, রাজ কুন্দ্রার হাত ধরেই তিনি পর্নোগ্রাফির দুনিয়ায় এসেছিলেন। চুক্তিতে কাজ করতেন রাজের সঙ্গে। প্রতিটি সিনেমার জন্য ৩০ লাখ ভারতীয় রুপি নিতেন। এভাবে প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেন। এক সময় সিনেমা থেকে আয়ের ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা থাকলে রাজ তা দেয়নি। ফলে চুক্তি বাতিল করেন শার্লিন চোপড়া।

সম্প্রতি এক ভিডিও বার্তায় শার্লিন দাবি করেন, পর্নোগ্রাফি নিয়ে তিনিই প্রথম মহারাষ্ট্র সাইবার সেলকে জানিয়েছেন। শার্লিন বলেন, ‘এই মামলায় আমার অনেক কিছু বলার আছে। যেহেতু মামলাটি তদন্তাধীন, তাই আমি বেশি কিছু বলতে পারব না। বেশকিছুদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যম আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাদের অনুরোধ, কিছু জানার থাকলে দয়া করে মুম্বাই পুলিশের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করুন।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০