শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে নূরু মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রোববার (১৫ আগস্ট) দুপুরে কটিয়াদী পৌর এলাকার কামারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরু মিয়া কামারকোনা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
পুলিশ জানায়, বাড়ির জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে নূরু মিয়ার বিরোধ চলছিল। দুপুরের দিকে বাড়িতে ঘর তৈরির সময় তার বোনের মেয়ের (ভাগ্নি) ছেলে কলেজছাত্র জহিরুল ইসলাম (১৭) বন্ধুদের নিয়ে নির্মাণাধীন ঘর ভাঙচুর করে। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে নূরু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে তারা।
আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন জানান, জমি নিয়ে নাতির সঙ্গে বিরোধ ছিল নূরু মিয়ার। এ ঘটনার জেরে হামলার ঘটনা ঘটে। তবে নূরু মিয়া ঝগড়ার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।