বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

আপনার ব্যাংক অ্যাকাউন্ট রক্ষায় সাবধান

বর্তমানে ব্যপক হারে বেড়ে গেছে অনলাইনে জালিয়াতির পরিমাণ। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ডেবিট কার্ড বাতিল হয়ে যাচ্ছে- এমন নানা মিথ্যা কথা বলে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে বহু জালিয়াত।

বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে ‘কেওয়াইসি’ এর নাম করে জালিয়াতি।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, অনেকেই এই সব জালিয়াতদের পাল্লায় পড়ে কেওয়াইসি এর ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট থেকে সব টাকা খুইয়ে বসেন। কী করে এই জালিয়াতদের হাত থেকে বাঁচবেন? কোন কোন লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না বা ঢুকবেন না, ভারত সরকারের পক্ষে সে বিষয়ে সাবধান করা হয়েছে। জেনে নিন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন কী ভাবে।

• কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য প্রথমে ফোনে একটি লিঙ্ক পাঠানো হয়। তাতে ক্লিক করলেই একটি ওটিপি আসে। সেই ওটিপি দেওয়া মাত্রই খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট।

• ব্যাঙ্কের আসল ওয়েবসাইটের থেকে আলাদা এক ধরনের লিঙ্ক আসতে পারে আপনার ফোনে। সেটা অনেকটা এ রকম: ‘[http://]1a4fa3e03758. ngrok [.] io/xxxxxx’। শেষের ‘xxxxxx’ অংশটিতে থাকবে আপনার ব্যাংকের নাম। এমন লিঙ্কে যাবেন না।

• ঠকানোর জন্য এই ধরনের লিঙ্কের শেষে ফুল কেওয়াইসি এর মতো শব্দও থাকতে পারে। যেমন: ‘http://1e2cded18ece.ngrok[.]io/xxxxxx/full-kyc.php’। আগের মতোই ‘xxxxxx’ অংশটিতে থাকবে আপনার ব্যাংকের নাম। এমন লিঙ্কেও যাবেন না।

• এই ধরনের জালিয়াতির লিঙ্কের শুরুতে এইচটিটিপিএস এর বদলে শুধু এইচটিটিপি থাকে। উদাহরণ: “http://1d68ab24386.ngrok[.]io/xxxxxx/”। এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না।
• তবে ভাববেন না, এইচটিটিপিএস থাকা মানেই পুরোপুরি নিরাপদ লিঙ্ক। এমনও বহু জালিয়াতির লিঙ্ক রয়েছে, যেখানে এইচটিটিপিএস রয়েছে। যেমন: ‘https://05388db121b8.sa.ngrok[.]io/ xxxxxx/’। এই ধরনের লিঙ্কও একই রকম বিপজ্জনক।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১