শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

টাকা দিলে সহজেই মিলছে টিকা!

টিকা প্রদানের শেষ দিন নারায়ণগঞ্জের সরকারি দুই হাসপাতাল জনস্রোতে পরিণত হয়েছে। নগরীর খানপুর করোনা ডেডিগেটেড হাসপাতালসহ সদর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে ছয়টি বুথে নারী-পুরুষদের আলাদাভাবে টিকা দেওয়া হয়।তবে এর কয়েক ঘণ্টা আগে থেকেই টিকা নিতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানষের উপচে পড়া ভিড় দেখা যায়। নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নারী-পুরুষের দীর্ঘ লাইন ৯টা থেকেই রাস্তা পর্যন্ত গড়ায়। গুটি কয়েক পুলিশ সদস্যকে হিমশিম খেতে হয় এই পরিস্থিতি সামাল দিতে।

হাসপাতালের বিভিন্ন টিকার বুথ ঘুরে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকের ভাগ্যেই টিকা জোটেনি। আবার কেউ কেউ হুট করে এসেই লাইনে না দাঁড়িয়ে শ’খানেক টাকা খরচ করে দালালের মাধ্যমে টিকা নিয়ে চলে গেছেন।দুপুর সাড়ে ১২টায় নারীদের লাইনে এক নারীর হাতে ৫/৬ টা টিকার কার্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এক পর্যায়ে দুই মহিলা দালাল হাতেনাতে ধরা পড়লে পুলিশ তাদের হাসপাতালের বাইরে বের করে দেয়।ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে পুরুষ দালালের পাশাপাশি নারী দালাল চক্রের প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে। এই দালালদের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে গেছে। আর এমন অনিয়মের কারণে দফায় দফায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় সদর জেনারেল হাসপাতালে। এসময় পুলিশের সাথে দালালদের কয়েক দফা ধাক্কাধাক্কিও হয়।

সময় টিভির ক্যামেরায় দালাল চক্রের প্রভাবের এমন চিত্র ধরা পড়লে দালাল অভিযুক্ত দুই নারী পুলিশ ও জনতার ধাওয়ায় দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এ ব্যাপারে প্রশ্ন করলে সঠিক কোনো জবাব দিতে পারেননি তারা।সদর জেনারেল হাসপাতালে টিকা প্রদান কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ পরিদর্শক আবুল হোসেন দালালের বিষয়টি স্বীকার করে বলেন, এত মানুষের ভিড়ে শৃঙ্খলা বজায় রাখতে স্বল্প সংখ্যক সদস্য মিলে তারা সর্বাত্মক চেষ্টা করছেন। তবে তাদের খুবই বেগ পেতে হচ্ছে। শান্তিপূর্ণভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতে হলে সবার সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

সু্ত্র : সময় সংবাদ

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০