শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তাসনুভা আনান শিশির। তারই ধারাবাহিকতায় এবার মোটরবাইক ইয়ামাহার একটি ওভিসিতে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) কাজ করেছেন তিনি। সজল আহমেদের পরিচালনায় নির্মিত ওভিসিটি এরই মধ্যে ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত করা হয়েছে।
তাসনুভা আনান বলেন, ‘কাজটি করে বেশ ভালো লেগেছে। আমার সঙ্গে মডেল হিসেবে ছিলেন নিলয়। এ ধরনের কাজ করতে আমি আগ্রহী। সময় এবং সুযোগ পেলে এ মাধ্যমে নিয়মিত থাকার ইচ্ছা আছে।’
প্রসঙ্গত, নারী দিবসে দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ উপস্থাপিকা হিসেবে আত্মপ্রকাশ করেন তাসনুভা আনান শিশির। পাশাপাশি নিজের সংগঠন ‘শ্রী-ভয়েস অব সেক্সুয়্যাল মাইনরিটি’তে ইয়াং ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।