শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র।করোনা যেনো সব সম্ভাবনাকে একেবারে নিঃশেষ করেছে টুঁটি চেপে। দেশের সর্বত্রই একই চিত্র যেনো ফুটে ওঠছে বারবার। প্রতিযোগিতা দিয়ে যেমন বাড়ছে সংক্রমণ ও মৃত্যু ঠিক তেমনি কমছে হাসপাতালের সীট ও আইসিউ’র সংখ্যা।
করোনা পরীক্ষা কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে ও ভীড়ে বাড়ছে করোনার ঝুঁকি। কোথাও যেনো ঠাঁই নেই। মৃত্যুকূপ উৎ পেতে আছে জীবন নিবে বলে।
আশা হিসেবে আছে ভ্যাকসিন তবে তা কতদিনে সার্বজনীন হবে তার কোনো সঠিক প্রতিশ্রুতি নেই। এ যেনো, আশা নেই তবে আছে হতাশার হাজারো কারণ।
স্ত্রী নাসরিনকে নিজের সাথে বেঁধে এনেছেন মোটরসাইকেলে। লকডাউনের প্রভাবে এর চাইতে ভালো কোনো উপায় হয়তো তার কাছে নেই। অগত্যা কি আর করা নিজের সর্বস্ব দিয়েই প্রাণপণ চেষ্টা করা।
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালেও করোনা রোগীদের ভর্তির জন্য সিট খালি নেই। তাই করোনায় আক্রান্ত নাসরিন সুলতানকে মোটরসাইকেলে নিজের সঙ্গে বেঁধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বামী মো. রাজু। মুগদা, ঢাকা, ২৮ জুলাই।
ছবি: দীপু মালাকার