শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

“বর্তমান সরকার ব্যবসা বান্ধবঃ” সালমান এফ রহমান

পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তাই প্রবাসীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্র সময় সোমবার সকালে নিয়ইয়র্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দি রাইজ অফ বেঙ্গল টাইগার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

করোনার মধ্যেও অর্থনৈতিক উন্নতির দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এবং পাকিস্তানকে টপকে সামনে উঠে এসেছে বাংলাদেশ। গত এক বছরে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাথাপিছু আয় ৯ শতাংশেরও বেশি বেড়ে হয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। বিশ্বব্যাংকের পূর্বাভাস, ২০৫০ সালে বিশ্বের ২৩তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, শেয়ারবাজার এবং বন্ড মার্কেট-কে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অর্থনীতিবিষয়ক রোড শো। বিদেশি ও প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে আয়োজনের প্রথম সেশনে।

অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল- ইসলাম, বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের এক অপার সম্ভাবনাময় দেশ। প্রবাসীদের এই উন্নয়নে সঙ্গী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব। তাই, প্রবাসীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। দেশে বিনিয়োগ করলে অবকাঠামোগত সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তিনি।

সরকারের উচ্চ পর্যায়ে কোনো দুর্নীতি নেই জানিয়ে সালমান এফ রহমান আরও বলেন, কর্মকর্তা পর্যায়ে কিছু দুর্নীতি হলেও, এ চ্যালেঞ্জ ডিজিটালাইজেশনের মাধ্যমে মোকাবিলা করা হচ্ছে। ২৮ জুলাই ওয়াশিংটন ডিসি তে হবে এই রোড শো এর পরবর্তী সেশন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০