বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
তার হাত ধরে চলতি আসরে সুইমিং থেকে প্রথম স্বর্ণপদক পেল জাপান। ২০১৬ সালের রিও অলিম্পিকে ৪ মিনিট ২৬ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন হোসসু।
ওহাশির চেয়ে দশমিক ৬৮ সেকেন্ড বেশি নিয়ে রূপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের এমা উয়াইয়ান্ট। তার স্বদেশি হালি ফ্লিকিঞ্জার ৪ মিনিট ৩৪ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।
অন্যদিকে নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। আগের রেকর্ডের চেয়ে শূন্য দশমিক ৩৬ সেকেন্ড কম সময়ে নিয়ে মাত্র ৩ মিনি ২৯ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে এ রেকর্ড গড়েন তারা। দলের এমা ম্যাককিওন ছিলেন সবচেয়ে দ্রুত সাঁতারু। এ বিভাগে রৌপ্য পদক জিতেছে কানাডা। আর ব্রোঞ্জ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে তিউনিসিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন আহমেদ হাফনাউই। ৩ মিনিট ৪৩ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে নাটকীয় ফেভারিট অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলাফিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিয়েরেন স্মিথকে হারিয়ে দেন তিনি। অথচ ৫০ ও ১০০ মিটার পর্যন্ত এগিয়ে ছিলেন ম্যাকলাফিন। ২৫০ মিটার যাওয়ার পর এগিয়ে যেতে থাকেন আহমেদ। এ বিভাগে ম্যাকলাফিন রৌপ্য ও স্মিথ ব্রোঞ্জ পদক জিতছেন।
এদিকে প্রথম দিনে কোনো সোনাই পায়নি বরাবরের ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় দিনে সোনার দেখা পেয়েছে তারা। প্রথম সোনা এনে দেন মার্কিন সাঁতারু চেজ কালিজ। ৪০০ মিটার মিডলেতে ৪ মিনিট ৯ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। দ্বিতীয় হয়েছেন স্বদেশি লিথারল্যান্ড জাই। এ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ।
বাংলাদেশ সময় শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৫টায় উদ্বোধন হয় টোকিও অলিম্পিকের আসর। দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলে উদ্বোধনী কর্মযজ্ঞ। চার ঘণ্টাব্যাপী চলে উদ্বোধনী অনুষ্ঠান। যার বেশিরভাগ পারফরমেন্সই হয়েছে ভার্চুয়ালি।
যদিও দেশটির সরকারের কাছে স্থানীয়দের দাবি ছিল, অলিম্পিক বাতিল করা হোক। টোকিও শহরে কোনো উৎসব চান না সে দেশের সাধারণ নাগরিকরা। স্থানীয়রা বলছেন, করোনার মধ্যে এমন আসর তারা চান না। প্রত্যেক নাগরিক ঝুঁকির মধ্যে সময় পার করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন টোকিওর নাগরিকরা। আগামী ৮ আগস্ট পর্দা নামাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের।