শনিবার, ১০ মে ২০২৫

অস্ট্রেলিয়া কাছে হারলো আর্জেন্টিনা।

টোকিও অলিম্পিক ফুটবলে হার দিয়ে শুরু হলো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের। দুইবারের স্বর্ণ জয়ীরা ২-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে বিপক্ষে।

বৃহস্পতিবার (২২ জুলাই) জাপানের সাপ্পোরোয় অস্ট্রেলিয়ার হয়ে গোল দুটি করেন লাচলান ওয়েলস ও মার্কো টিলিও। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মিচেল ডিউক।

প্রথমার্ধ থেকে ফের্নান্দো বাতিস্তার শিষ্যদের চাপে রাখে অস্ট্রেলিয়া। মাঝমাঠের দখল নিয়ে আক্রমণ চালাতে থাকে অজিরা। গোলের সুযোগও অস্ট্রেলিয়া পেয়ে যায় দ্রুত। ১৪তম মিনিটে ডিউকের নিচু ক্রস থেকে থেকে দারুণ এক শটে আর্জেন্টিনার জাল খুঁজে নেন ওয়েলস।
গোল হজমের পর ম্যাচে ফিরতে চেষ্টা করে লা আলবিসেলেস্তেরা। ১৭তম মিনিটে গোল শোধের চেষ্টা করেন এজেকুয়েল বার্কো। কিন্তু ফের্নান্দো ভেলেনজুয়েলার শট ব্লক করে দেয় অস্ট্রেলিয়ার রক্ষণভাগ।
ফের গোলের সুযোগ পান বার্কো। ৩৪তম মিনিটে তার শট বারপোস্টে লেগে ফিরে আসায় সমতায় ফেরা সম্ভব হয়নি আর্জেন্টিনার। তার মধ্যে বিরতিতে যাওয়ার আগে ১০ জনের দল হয়ে যায় তাদের। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সিসকো ওর্তেগা। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন তিনি।
খর্বশক্তি নিয়ে দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের শেষদিকে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে বাতিস্তার দল। ৮০তম মিনিটে ডিউকের আরও একটি নিখুঁত পাস থেকে অস্ট্রেলিয়ার ব্যবধান দ্বিগুণ করেন টিলিও। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।
এদিন ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে মিশর অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্পেন অনুর্ধ-২৩ দল।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হারের পর আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হবে স্পেনের বিপক্ষে। ‘সি‘ গ্রুপে তাদের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে স্পেন। বাকি প্রতিপক্ষ হচ্ছে মিসর।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১