শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
আসন্ন পবিত্র হজ অনুষ্ঠানে হাজিদের নির্দেশনা বাংলাসহ ১০ ভাষায় পাওয়া যাবে। বৃহস্পতিবার সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।
খবরে বলা হয়, এই বছর হজ পালনের নির্দেশনায় এক শ’ ৩৫ আলেম ও ইমামকে নিযুক্ত করেছে মন্ত্রণালয়। মোট ১০ ভাষায় হাজীদের হজ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দেয়ার দায়িত্বে থাকবেন তারা।
বাংলা ছাড়াও আরবি, ইংরেজি, ফরাসি, তুর্কি, উর্দু, হিন্দি, হাউসা, ইন্দোনেশিয়ান ও আমহারিক ভাষায় হাজিদের প্রশ্নের উত্তর ও হজের নির্দেশনা দেয়া হবে।
এই বছর ১৮ জুলাই থেকে বার্ষিক হজ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রী অংশ নিচ্ছেন না। এই বছর সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন।
সূত্র : আরব নিউজ