শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে আগ্রহী ৩৫ বছরের কম বয়সী সদস্যদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ‘কোভিড-১৯’ মহামারি মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যেই টিকা প্রয়োগ কর্মসূচি গ্রহণ করেছে। বিদ্যমান পরিস্থিতিতে সরকারি ‘সুরক্ষা অ্যাপসে’ ৩৫ বছর বয়সের নিচের কেউ নিবন্ধনের সুযোগ পাচ্ছেন না।
তবে ডিআরইউ-এর সদস্যদের জন্য বয়সসীমা শিথিলের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শক্রমে একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। ফ্রন্টলাইনার হিসেবে ৩৫ বছর পূর্ণ হয়নি- ডিআরইউ-এর এমন সদস্যদের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে।
টিকা নিতে আগ্রহী ডিআরইউ-এর সদস্যদের নাম, প্রতিষ্ঠানের নাম ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ডিআরইউ কার্যালয়ে সরাসরি অথবা infodrubd@gmail.com-এই ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।