বাগেরহাটে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের উদ্যােগে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে।
বুধবার (৭ জুলাই) থেকে এ সেবা চালু করা হয়।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের উদ্যােগে করোনা ভাইরাস মোকাবেলায় জরুরী অক্সিজেন সেবা, জনবহুল স্থানে মাস্ক বিতরন সহ জনসচেতনতা মাইকিং এবং স্যানিটাইজার বিতরন কার্যক্রম চালু রয়েছে।
ফ্রি এ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে ২৪ ঘন্টাই। এজন্য কল করতে হবে ০১৭৬০১১৬৮৫৪ নম্বরে। ফোন পেলে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা সংকটাপন্ন রোগীদের বাড়ি গিয়ে এ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে।
রেডক্রিসেন্ট সদস্যরা শুধু নোভেল করোনা নয় ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাস, বন্যায় নিজের জীবনের বাজি রেখে অন্যাের জীবনের বাচানোঁ জন্য ছুটে চলে।
করোনা সংক্রমণকালীন সকল সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের যুব প্রধান বলেন শরীফুল ইসলাম জুয়েল
বলেন “ মানুষের পাশে বাগেরহাট ইউনিট আছে এবং সবসময় থাকবে,করোনাভাইরাস মোকাবেলায় কার্যনিবাহী কমিটির সহযোগিতায় আমরা অনেক কার্যক্রম চলমান রয়েছে তার ভিতর এ্যাম্বুলেন্স সেবা অন্যতম, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব সবাই ঘরে থাকুন,বিনাপ্রয়োজনে বাইরে বের হবেন না”
বাংলাদেশ রেডক্রিসেন্ট, বাগেরহাট জেলা ইউনিটের সেক্রেটারি তালুকদার নাজমুল কবির ঝিলাম বলেন “আমরা বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট সকল দুর্যোগে মানুষের পাশে আছি।দুর্যোগের সময় যখন সর্তক সংকেত বৃদ্ধি পায়, মানুষ ঘরে যায়,বলা হয় নিরাপদ আশ্রয় গ্রহন করুন, তখন রেডক্রিসেন্ট সদস্যারা প্রস্তুত হয় বাইরে বের হয় মানুষকে নিরাপদ রাখার জন্য।করোনা ভাইরাসেও তার ব্যাতিক্রম নয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।সে ধারাবাহিকতায় লাভ উদ্দশ্য নয়,আমরা মানুষের সেবা এবং তারা যেনো ঘরে থাকে, সে জন্য কাজ করে যাচ্ছি। আজ থেকে চালু হলো করোনা আক্রান্ত রোগীদের পরিবহনে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা,ফোন করলেই চলে যাবে তাদের বাড়ি , করোনাভাইরাস প্রতিরোধে আমরা অনেক কার্যক্রম চলমান রয়েছে ”