মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বৃষ্টির দিনে 

বৃষ্টির দিনে 

বৃষ্টির দিনে 
— এম কে শরীফ
রিমঝিম বৃষ্টি
ঝরঝর ঝরছে,
মেঘমালা থেকে যেন
ঝর্ণাধারা বইছে ।
টুপটাপ শব্দে
গুনগুন সুর তুলে,
ছন্দের পঙ্ক্তি মেলে
কে যেন গাইছে ।
বৃষ্টির ঝাপটা
আদৌ আদৌ ছুঁইছে,
দোলনায় দোল খেয়ে
গাছেরা দুলছে ।
চারদিকে থইথই
পানিতে ভাসছে,
ঘ্যাঙর-ঘ্যাঙ শব্দে
ব্যাঙেরা ডাকছে ।
বাগানে সৌরভিতো
ফুলেরা ফুটছে,
প্রেম প্রেম রব যেন
চারদিকে বইছে ।
অস্ফুট হাসিতে
বালিকা ঐ হাসছে,
বর্ষার জল ছুুঁয়ে
কার কথা ভাবছে ।
সাদা সাদা বক ঐ
ঝাঁক বেঁধে উড়ছে,
উদাসী বালক হৃদয়
যেন প্রেয়সীকে খুঁজছে ।
সবকিছুর ছুটি দিয়ে
কল্পনায় রঙ মেখে,
আলসে মন আজ
রঙিন স্বপ্ন বুনছে ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১