মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

অনুভবে তুমি

অনুভবে তুমি আমার নীল আকাশ হয়ো

অনুভবে তুমি
———-মাহফুজা রিনা

অনুভবে তুমি আমার নীল আকাশ হয়ো,
বাতাসে ভেসে মেঘের মাদুরে বসে আমি তোমায় ছুঁয়ে দেবো।
চাঁদনী রাতে জোৎস্নার সাথে নেমে এসো আমার ভাঙা কুটিরে,
নীল পরীদের ডানা থেকে নীল নিয়ে প্রেমের আলপনা এঁকে দিও অঙ্গজুড়ে।

আমার অনুভবে আমি তোমায় খুঁজি প্রতিটি ক্ষনে,
যখন একা থাকি মন খারাপের দুপুরবেলা নির্জন উঠোনে।
রাত্রি দ্বিপ্রহরের উন্মেষ কালে নিরিবিলি অনুক্ষণে,
বিরহের নিদারুণ হাহাকারে যখন কামনার ঢেউ তোলে হৃদয় জমিনে।

বহুদূরে তুমি তবু অনুভবে ছেয়ে আছো আমার হৃদয় আকাশ,
কালো মেঘের পাহাড় জমিয়ে অনুরাগের শব্দমালায় বৃষ্টি ঝরিয়েছো একান্তে।
ভালোবাসায় সৃষ্টি সুখের উম্মাদনায় ভরিয়েছো হৃদয় দিনান্তে।
ঘোর লাগা আচ্ছন্নতার কুয়াশার চাদরে দ্বিধান্বিত মন, অযাচিত লজ্জা পরাজিত।

তোমায় আঁকি অনুভবে আমার মনের ক্যানভাসে,
নিজের খেয়ালে ভালোবাসার রংতুলির আঁচড়ে।
তোমার চোখে চোখ রেখে কথা হয়নি কখনো,
তবুও মনে হয় তোমার কথার সাজানো পসরাতেই আমি মুগ্ধতায় কাটিয়ে দেই অনেকটা সময়।

আমি শুধু অনুভবেই তোমায় ছুঁই, নেই কোনো অধিকার বোধের আবদ্ধতা,
তবু যেন মান অভিমানের কমতি নেই, দ্বিখণ্ডিত বুকের মাঝে অনিশ্চিত দুঃস্পর্শ সইতে না পেরে নিজের খেয়ালেই অভিমান হতে মুক্ত হই।
প্রগাঢ় বন্ধনে রাগ অনুরাগের নেওয়া হয়নি তো ভাগ,
তবু যেন তোমার খুশিতেই হাসি আমি, তোমার কষ্টে অন্ধকার আমার রাত।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১