মঙ্গলবার, ৬ মে ২০২৫
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনের দুই সেশনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। প্রথম সেশনে সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের উইকেট হারিয়ে বসে সফরকারীরা। পরের সেশনে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের পেসারদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা। বাংলাদেশ দলের যে ছয়টি উইকেট পড়েছে তার সবগুলোই ভাগ করে নিয়েছেন তিন পেসার। যেখানে ব্লেসিং মুজারাবানি একাই নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ভিক্টর নিয়াউচি। ম্যাচের প্রথম ইনিংসে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন। সঙ্গে পান প্রায় ১৬ মাস পর টেস্ট খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদকে।
দুজনের অবিচ্ছেদ্য পার্টনারশিপে দলীয় সংগ্রহ দুইশ পার করেছে সফরকারীরা। লিটন তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটি। ইনিংসের ৫৮তম ওভারে মিল্টন শুম্বার বলে চার হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। অর্ধশতক পূর্ণ করতে ৮৬ বল খেলেন লিটন। যেখানে বাউন্ডারি মারেন ৮টি। লিটনের ফিফটির সঙ্গেই দলীয় সংগ্রহ দুইশ ছাড়িয়েছে।
অর্ধশতক পূর্ণ করেও তিন অঙ্কের কোটা ছুঁতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। বিপদে পড়া বাংলাদেশকে পথ দেখাচ্ছেন লিটন দাস। তার ফিফটিতে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের ইনিংস।