সিও বলেছেন, টিকটকে প্রতি স্পনসর্ড বা বিজ্ঞাপনী পোস্টের জন্য তিনি ৬০০ ডলার নেন। এদিকে যুক্তরাষ্ট্রের আটলান্টার সিম্ফনি ক্লার্ক এর আগে বিজনেস ইনসাইডারকে বলেছিলেন, তিনি টিকটকে প্রতি বিজ্ঞাপনী পোস্টের জন্য ৩৫০ থেকে ৬০০ ডলার পর্যন্ত নেন। তাঁর ফলোয়ার-সংখ্যা দুই লাখের আশপাশে।
টিকটকে আয়ের আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ভিডিওতে গানের প্রচার করা। বিশেষ করে নতুন গান দ্রুত ভাইরাল করার জন্য সংগীত প্রযোজনা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো টিকটক তারকাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।
নিকোল, নাটালি ও নিকা টেইলর নামের তিন সহোদরা টিকটকে একসঙ্গে ভিডিও বানান। তাঁদের অনুসারী ৮০ লাখের বেশি। বিজনেস ইনসাইডারকে তাঁরা বলেছেন, গানের প্রচারণার জন্য তাঁরা একটি ভিডিওতে ৭৫০ ডলার, দুটি ভিডিওতে ১ হাজার ৪০০ ডলার এবং তিনটি ভিডিওর জন্য ২ হাজার ডলার নেন।
আর যাঁদের ফলোয়ার কম, তাঁদের আয়ও কম। সংগীত বিপণনকারী প্রতিষ্ঠান ফ্লাইটহাউসের জ্যেষ্ঠ কর্মী অস্টিন জর্গাসের মতে সেটা ভিডিওপ্রতি ২০ থেকে ১৫০ ডলার পর্যন্ত হতে পারে।