মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বর্ষার কবিতা

বর্ষার কবিতা
– মিলু বর্মন

বর্ষার আখ্যান
বৃষ্টির ফোঁটাকে শাসন করে বাতাস
তখন বৃষ্টিগুলো এলোমেলো হয়
ঝরে গাছের ডালে-পাতায় শুষ্কমাটিতে,
তারপর ধাপে ধাপে রাস্তা থেকে রেঁস্তোরা
বৈষম্যহীন বৃষ্টির ধারা গড়াতে থাকে-
অনেকটা গোপন প্রেমের মতো
উচ্ছাসে প্লাবিত করে সমস্ত ফঁাকি-
প্রকট হয়ে ওঠে সজিব পত্ররাজি
যুক্তকরে বন্ধনহীন আকাশে অনন্ত যোগ।

ময়ুরের বিলাপ
বৃষ্টি এলোনা মেঘ এলো
নিস্তব্ধতার অন্ধকার ঘনিয়ে
দিন তখনো যায়নি ডুবে-
মেঘের প্রবল টানে দুর্বিপাকে।
তবু শঙ্কাহীন তুমি সেদিন
পেখমে মেঘজটাজাল খুলে
পায়ের ঘুঙুরে তুললে সুর,
তোমার চঞ্চল ভঙ্গিমা উন্মত্ত
নির্বাক অস্তিস্ত অন্তরে তার আবাহন,
প্রমত্ত যৌবন পিয়াসু বিদ্যুৎচমক
কামনাকে জটিল করে তুলেছিল।।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১