বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ব্যাংকের সামনে গ্রাহকদের দীর্ঘলাইন

চারদিন পর ব্যাংক খুলেছে আজ। তাও সীমিত সময়ের জন্য। ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। ফলে রাজধানীর প্রতিটি ব্যাংকের সামনে গ্রাহকদের দীর্ঘলাইন দেখা গেছে। প্রয়োজনীয় টাকা তুলতে অনেকটা গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

সরজমিন দেখা গেছে, মিরপুর-১ নম্বরের দারুস সালামের ২ নম্বর রোডের উত্তরা ব্যাংকের সামনে কয়েক শতাধিক মানুষের লাইন। গ্রাহকের দীর্ঘ সারি ফুটপাথ পেরিয়ে পাকা সড়কে গিয়ে ঠেকেছে। সবাই দাঁড়িয়ে আছে একজন আরেকজনের গা ঘেঁষে।

এই দৃশ্য রাজধানীর প্রতিটি ব্যাংকের।

উল্লেখ্য, করোনার বিস্তার রোধে গত ১লা জুলাই সকাল ৬টা থেকে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময়ে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে বলে জানানো হয়। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৩টা পর্যন্ত।

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০