বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
মাদারীপুরে লকডাউনের তৃতীয় দিনেও প্রশাসনের ভূমিকা প্রশংসনীয় হলেও সাধুরব্রিজে এক শিক্ষিকাসহ রোগীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধ। শনিবার ওই এলাকায় আব্দুল্লাহ নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে যানা যায়, লকডাউনের সময় রোগীদের সাথে সবসময় ওই পুলিশ কর্মকর্তা খারাপ ব্যবহার করে থাকেন। এ থেকে রেহাই পায়নি হৃদরোগে আক্রান্ত ও প্যারালাইসড রোগীরাও।
ভুক্তভোগী এক প্যারালাইসড রোগী কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘বাবা আমি একজন প্যারালাইসড রোগী। আমাকেও বসিয়ে রেখে কষ্ট দিচ্ছে। এটা কেমন লকডাউন।’
হৃদরোগে আক্রান্ত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন। তার স্বামী স্বাস্থ্য সহকারী সাইফুর রহমান চঞ্চল বলেন, ‘আমার স্ত্রী একজন হার্টের রোগী। আমি ডাক্তারি পরীক্ষার সকল কাগজপত্র দেখানোর পরও আব্দুল্লাহ নামক একজন পুলিশ কর্মকর্তা আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে।’
অটোরিকশাচালক মো: বাবুল জমাদার বলেন, ‘আমি অনেক অনুরোধ করার পর আমাকে বাজে ভাষায় গালি দিয়ে লাঠি দিয়ে আঘাত করেছেন ওই পুলিশ কর্মকর্তা। আমি এই অত্যাচারের বিচার চাই।’
এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহকে অনেকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।