শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে ছাড়বে ট্রেন

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখেই ঢাকা থেকে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু থাকবে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গাজীপুরে চলাচলকারী কালিয়াকৈর ডেমো ও তুরাগ এক্সপ্রেস ট্রেনের রুটিন যাত্রা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।




মাসুদ সারওয়ার বলেন, পূর্বনির্দেশনা অনুযায়ী রেলসেবা চালু থাকবে। এ ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষও স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের সেবা দেওয়া নিশ্চিত করবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে। বাকি অর্ধেক আসন ফাঁকা থাকবে।

মাসুদ সারওয়ার আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ডেমো ও তুরাগ এক্সপ্রেস ট্রেন চলাচল সেবা আবারও চালু করা হবে। বর্তমানে কমলাপুর রেলস্টেশন থেকে ২৪ জোড়া ট্রেন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায়।

সুত্র: প্রথম আলো

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০