মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সম্রাটের অসুস্থতার অজুহাতে ৪ মামলার বিচার আটকা

রাজনীতির মাঠে এক সময়ে দাপিয়ে চলা মুকুটহীন সম্রাট ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসাবিরোধী অভিযান চালানোর পর আত্মগোপনে চলে যান এ মুকুটহীন সম্রাট। এরপর ওই বছরের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গ্রেফতারের পর থেকে দেড় বছরের বেশি সময় (২০ মাস) ধরে কারাগারে রয়েছেন সম্রাট। তবে এত দীর্ঘ সময় কারাগারে থাকলে শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে তাকে থাকতে হচ্ছে বিশেষ প্রিজন সেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে।

সম্রাটের মামলার বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ‘মামলাটি চার্জ গঠনের গত কয়েকটি তারিখ ধার্য ছিল। কিন্তু অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করেনি কারাকর্তৃপক্ষ। মূলত সে জন্য চার্জ গঠন পেছাল। তবে অসুস্থতা বা অন্যান্য বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করব, যেন মামলাটির বিচার দ্রুত এগিয়ে নেওয়া যায়। তাছাড়া গত বছর থেকে এই বছরে করোনা পরিস্থিতির কারণে সব মামলার বিচার একটু দীর্ঘায়িত হচ্ছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১