শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
কয়েকদিন ধরেই সাকিব আল হাসান ছিলেন মানসিক অস্বস্তিতে। এমন খবর বের হয়েছিল আগেই। শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে তিনি ঘটিয়ে ফেললেন দুটি ঘটনা। প্রথমে স্টাম্প ভেঙেছেন, এরপর তেড়ে গেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের দিকে। এসব ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট করে ক্ষমা চেয়েছেন সাকিব। তিনি এটিকে বলছেন, ‘মানবিক ভুল’।
তিনি লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, আমি ক্ষমা চাচ্ছি, আমার মেজাজ হারানোর জন্য এবং ম্যাচটা সবার জন্য শেষ করে দেওয়ায়, বিশেষত যারা ঘরে থেকে খেলাটা দেখছিলেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারেরর এভাবে আচরণ করা ঠিক হয়নি। কিন্তু কিছু সময়ে এমন প্রতিকূল পরিস্থিতি চলে আসে, দুর্ভাগ্যজনকভাবে হয়ে যায়।’