বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
একটানা না হলেও আজ সারাদিন ঢাকায় বৃষ্টি ঝরতে পারে থেমে থেমে। এছাড়া সারাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৪২ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ২১, কুতুবদিয়ায় ১৭, চট্টগ্রামে ১৩ এবং সীতাকুণ্ড ও চাঁদপুরে ১২ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়। আগামী পাঁচ দিন আবহাওয়ায় সামান্য বদল আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।