মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করতে হয়েছে তাদের। প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটাররা দাঁড়াতেই পারেননি, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল মুমিনুল হক।
বাংলাদেশের ইনিংস শুরু হয় ৩৮ রানে ৪ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ব্যাট করতে নামেন, কিন্তু রানের চাকা সচল রাখতে পারেননি। কাগিসো রাবাদার বলের আঘাতে শান্ত আউট হন মাত্র ৯ রানে, ক্যাচ তুলেন উইকেটকিপারের হাতে। এরপর মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজও দ্রুত আউট হন, যার ফলে দলের স্কোর আরও চাপে পড়ে।
রাবাদার বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ ৪৬ রানে ৮ উইকেট হারায়। রাবাদা একাই ৫ উইকেট শিকার করেন। তবে এক প্রান্তে মুমিনুল ও তাইজুল ইসলাম দলের হাল ধরার চেষ্টা করেন। তাদের ১০৩ রানের নবম উইকেট জুটি কিছুটা আশা জাগালেও মুমিনুল ৮২ রান করে আউট হলে ইনিংসটি বেশি দূর এগোয়নি। তাইজুল করেন ৩০ রান।
প্রথম ইনিংসে ৪৫২ রানের বিশাল লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা সহজেই ফলোঅন দিতে বাধ্য করে বাংলাদেশকে। যেখানে ইনিংস ব্যবধানে হার ঠেকাতে বাংলাদেশকে করতে হবে অতিমানবীয় কিছু।