বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মাদারীপুরে ভুল চিকিৎসায় হাসপাতালে রোগীর মৃত্যু

মাদারীপুরে ভুল চিকিৎসায় হাসপাতালে রোগীর মৃত্যু

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পানিছত্র এলাকার কেআই হাসাপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শারমিন সদর উপজেলার ছিলারচর এলাকার আনোয়ার খালাসির স্বামী। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন তারা। এ ব্যাপারে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি মাদারীপুর শহরের ডিসিব্রিজ এলাকার পপুলার হাসপাতালে সাইয়েদা সিদ্দিকা এলিজা নামের চিকিৎসকের অস্ত্রোপচারে শারমিন বেগমের এক পুত্র সন্তান হয়। ৭ দিন পর পরিবারের লোকজন শারমিনের বাবার বাড়িতে নিয়ে যান। গত দুদিন ধরে শারমিনের মেরুদ-ে প্রচন্ড ব্যথা হলে একই চিকিৎসকের পরামর্শে শুক্রবার সকালে পানিছত্র এলাকার কে.আই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই চিকিৎসক দুপুর ১টার দিকে রোগীর মেরুদণ্ডে ব্যথা কমানোর জন্য শরীরে কয়েকটি ইনজেকশন পুশ করেন।

স্বজনদের অভিযোগ, ইনচেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢোলে পড়ে গৃহবধু শারমিন। তড়িঘড়ি করে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর সময় মৃত্যুর বিষয়টি ধরা পরে। এরই প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুদ্ধরা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০