বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড ইউমেন্স কলেজের“ বাংলা, সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে “বসন্ত বরন উৎসব-১৪২৯. এবং অনার্স ১ম বর্ষ বাংলা ও সমাজকর্ম বিভাগ এবং ডিগ্রী ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কলেজের জীবনানন্দ চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালী শেষে কলেজের জীবনানন্দ চত্ত্বরে এসে, কোরআন তিলাওয়াত,গীতা পাঠ,বাইবেল পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে বসন্ত বরন উৎসব ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে অত্র কলেজে বরন করা হয়।
পরে পিঠা উৎসব,গেম শো ও বসন্ত বরন উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড ইউমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লেকচারাল দিদারুল আলম মুরাদ,রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান বিবেকান্দ দাস,বিভাগীয় প্রধান(বাংলা) মোঃ দেলোয়ার হোসেন বাবলু,সমাজকর্ম বিভাগীয় প্রধান লাভলী ইযাসমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজকর্মের প্রভাষক আব্দুল কাইয়ুম ও বাংলা প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর প্রমুখ।