Pallibarta.com | অভিযানে উদ্ধার হলো ১০ মণ জাটকা ও ৩ মণ চাপিলা - Pallibarta.com

শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

অভিযানে উদ্ধার হলো ১০ মণ জাটকা ও ৩ মণ চাপিলা

অভিযানে উদ্ধার হলো ১০ মণ জাটকা ও ৩ মণ চাপিলা

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ও ৩ মণ চাপিলা মাছ জব্দ করেছে নৌপুলিশ।

অভিযানে উদ্ধার হলো ১০ মণ জাটকা ও ৩ মণ চাপিলা

বুধবার (১২ জানুয়ারি) সকালে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে জব্দকৃত মাছ নিয়ে এসে স্থানীয় এতিমখানা ও এলাকার গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, কিছু অসাধু জেলেরা জাটকা ধরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে চাপলি বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ও ৩ মণ চাপিলা মাছ জব্দ করি।

অভিযানে উদ্ধার হলো ১০ মণ জাটকা ও ৩ মণ চাপিলা

তবে এসময় কোনো অসাধু জেলে বা ব্যবসায়ীকে আটক করা যায়নি। পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নেছার উদ্দিনের উপস্থিতিতে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে এসে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মাদরাসার ছাত্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। নৌপুলিশের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা প্রতিনিয়ত জেলেদের সচেতনও করে আসছি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১