Pallibarta.com | শক্তি থাকলে রাষ্ট্রধর্ম বাতিল করে দেখান: মুজিবুল হক চুন্নু - Pallibarta.com

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

শক্তি থাকলে রাষ্ট্রধর্ম বাতিল করে দেখান: মুজিবুল হক চুন্নু

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদ্দেশে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান। আমাদের শক্তি থাকলে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখব।’সোমবার সন্ধ্যায় বনানী কার্যালয়ে টাঙ্গাইল জেলা জাপার সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘রাষ্ট্রধর্ম নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে জাতীয় পার্টি। হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে করে সকল ধর্মের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছিলেন।’ সভায় প্রধান অতিথি ছিলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

এ সময় জাপা চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন,‘২০১১ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে। প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১