Pallibarta.com | প্রবাসীদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি - Pallibarta.com

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২

প্রবাসীদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি নাগরিকের অধিকার সংরক্ষণ, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে নেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সভাপতি কাউসার সিকদারের সভাপতিত্বে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় শুক্রবার (৮ অক্টোবর) কুয়েত সিটির রাজধানী হোটেলে এ সভা হয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিফাত নুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক রবিউল হক, কুয়েত শাখার সহ-সভাপতি মো. বিল্লাল পাটোয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সভাপতি কাউসার সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে সিফাত নুর বলেন, বিশ্বের প্রায় দেড় কোটি প্রবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ১০ দফা দাবি আদায়ে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ১০ দফা দাবি আদায়ে বিশ্বের সব বাংলাদেশি প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসী অধিকার পরিষদের ১০ দফা দাবি হলো-

১. প্রবাসে মারা যাওয়া বাংলাদেশি নাগরিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নেয়া।

২. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার দিতে হবে।

৩. বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে।

৪. প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব ও পেনশন সুবিধা।

৫. দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা।

৬. প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

৭. জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ।

৮. বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা।

৯. বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত শ্রম কল্যাণ উইং।

১০. অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ।

অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক রবিউল হক, কুয়েতের সহ-সভাপতি মো. বিল্লাল পাটোয়ারী, কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ কুয়েত শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রেজওয়ান আহম্মেদ, এনামুল হক, শেখ নুর, আসাদুল ইসলাম, রিয়াদ মেহেদি, শফিকুল ইসলাম, মোস্তাকিম প্রমুখ।

অনুষ্ঠানে ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা নুরুল হক নুর, কেন্দ্রীয় সংসদের সভাপতি জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার কবীর হোসেন, সাধারণ সম্পাদক লন্ডনপ্রবাসী বিপ্লব কুমার পোদ্দার।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় সদস্যদের মধ্যে সাংগঠনিক কর্মদক্ষতায় সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া প্রবাসীদের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংবাদকর্মীদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১