শুক্রবার, ১২ আগস্ট ২০২২
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার করা সোনার বারছবি: সংগৃহীত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মচারীর কাছ থেকে ৮০টি সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ শনিবার সকালে এসব বার জব্দ করা হয়।
এ ঘটনায় বেবিচকের কর্মচারী মো. বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি সংস্থাটির এএসজি পদে কর্মরত। উদ্ধার করা সোনার বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা।
এসব সোনার বার কোথা থেকে আনা হয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেননি কর্মকর্তারা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি সোনার বারসহ বেবিচক কর্মচারীকে আটক করা হয়
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি সোনার বারসহ বেবিচক কর্মচারীকে আটক করা হয় ছবি: সংগৃহীত
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আটক কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হবে।