Pallibarta.com | পরপর দুইটি জাহাজ ডুবলো সুন্দরবনে - Pallibarta.com

বুধবার, ২০ অক্টোবর ২০২১

পরপর দুইটি জাহাজ ডুবলো সুন্দরবনে

২৪ ঘণ্টার ব্যবধানে সুন্দরবন এলাকায় ডুবলো দুইটি জাহাজ। এবার সুন্দরবনের দুবলারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে ডুবে গেছে এমভি বিউটি অব লোহাগড়া-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ।

শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে মংলা বন্দরের চ্যানেল এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজের এসওএস (সেভ এন্ড সোল) বার্তা পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড দুবলার ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা। রাতেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এর আগে শুক্রবার দুপুরে মংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের অপর পাড়ে কানাইনগর এলাকায় সার নিয়ে এমভি দেশবন্ধু নামে আরও একটি লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করা এমভি সাগর রতন জাহাজ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল এমভি বিউটি আব লোহাগড়া-২ লাইটার জাহাজ। পথে রাত দেড়টার দিকে মংলা বন্দর চ্যানেলের সুন্দরবনের দুবলারচর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি। এসময় জীবন রক্ষায় সর্বশেষ বার্তা এসওএস (সেভ এন্ড সোল) পেয়ে সুন্দরবনের দুবলা ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা দূর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করে।

এরপর উদ্ধারকৃত ১০ নাবিককে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের সুস্থ করে হস্তস্তর করা হয় মংলাগামী এমভি দিগন্ত সানজিদের মাষ্টার মো: রাসেল হোসেনের নিকট।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১