৯মামলার আসামি স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

৯মামলার আসামি স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

৯মামলার আসামি স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৯ মামলার আসামি মো. নুর উদ্দিন ফাহাদ (৩৫) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ মার্চ) বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে,একই দিন সকালে তাকে উপজেলার বসুরহাট পৌরসভার ডাকবাংলোর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মো. নুর উদ্দিন ফাহাদ বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

ওসি মো. সাদেকুর রহমান বলেন, আসামি ফাহাদের বিরুদ্ধে হত্যাসহ ৯ টি মামলা রয়েছে। আমরা তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১