৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট মিলে ছয় ঘণ্টা চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

বেলা ১২টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। সেনা, নৌ ও বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। বিজিবিও যোগ দিয়েছে এই কাজে।

আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য আসেনি। এ ঘটনায় এখনও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুনের ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে উদ্ধার অভিযানে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন আহত হয়েছেন, আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন ধোঁয়ায়।

অসুস্থ ফায়ার সার্ভিসের একজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহত ১০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, ১০ জনকে ঢাকা মেডিকেলে এবং একজনকে বার্ন ইনিস্টিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইনিস্টিউটে যিনি এসেছেন, তিনি ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।

ফায়ারসার্ভিসের চার কর্মীর মধ্যে রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫) ঢাকা মেডিকেলে এবং মেহেদী হাসান (২৮) বার্ন ইন্সটিটিউটে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২) ও দুলাল মিয়া (৬০) ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০